Showing posts with label ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং – 2016. Show all posts
Showing posts with label ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং – 2016. Show all posts

Friday, April 1, 2016

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং – 2016

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং – 2016
২০১০ প্রবিধান অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং এর নিয়মাবলী নিচে দেওয়া হল । যে সকল শিক্ষার্থীরা এবার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যাবেন,আশা করি আপনাদের উপকারে আসবে।
 ৮ম পর্বে ১৬ সপ্তাহে ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন হবে
 ১২ সপ্তাহ ইন্ডাষ্ট্রি বা সংস্থায় এবং ৪ সপ্তাহ ইন্সটিটিউটে
 ইন্ডাষ্ট্রি বা সংস্থায় এবং ইন্সটিটিউটে ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং এর মোট ১৬ সপ্তাহের কার্যক্রমের উপর একটি প্রতিবেদন তৈরি করে ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহারিক পর্ব সমাপনী পরীক্ষার সময় মূল্যায়নের জন্য পরীক্ষকদের সামনে উপস্থাপন করতে হবে।
 কোন শিক্ষার্থীর হাজিরা ৮০% এর নীচে থাকলে ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং এ অনুত্তীর্ণ ঘোষনা করা হবে।
 ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং ক্রেডিট এর একটি ব্যবহারিক বিষয় হিসেবে বিবেচিত হবে, যার মোট নম্বর হবে ৩০০। উক্ত মোট নম্বরের মধ্যে ২০০ নম্বর ইন্ডাষ্ট্রি বা সংস্থায় ট্রেনিং এর জন্য এবং ১০০ নম্বর ইন্সটিটিউটে ট্রেনিং এর জন্য নির্ধারিত থাকবে।

 কোথায় ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং করবেন ?
ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং বা আমরা অনেকে বাস্তব প্রশিক্ষণ বলি অর্থাৎ বাস্তব প্রশিক্ষণ বা প্রাকটিক্যাল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। ধরুন আপনি কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছেন। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর, আপনার দরকার নির্দিষ্ট বিষয়ের উপর বাস্তব/প্রাকটিক্যাল ধারণা নেবার (যেমন: একটা সফটওয়্যার বানানো, ওয়েবসাইট ডিসাইন করা, নিজ হাতে নেটওয়ার্কিং করা, ইত্যাদি)। এ ক্ষেত্রে সব চাইতে ভালো হয়, আপনি যদি কোনো কোম্পানি/কারখানা তে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (বাস্তব প্রশিক্ষণ) এর সুযোগ পান। বাংলাদেশে এই ধরনের শিল্প-কারখানা/কোম্পানি তুলনা মূলক কম এবং পরিচিত লোক না থাকার কারণে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (বাস্তব প্রশিক্ষণ) থেকে বঞ্চিত হই।
তো এই সব সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রী দের জন্য 'IT Bangla Ltd.' নিয়ে এসেছে কম্পিউটার, টেলিকম্যুনিকেশন, ইলেকট্রনিক্স, ইলেক্টিক্যাল, বিভাগের স্টুডেন্ট দের জন্¨ কিছু বাস্তব/প্রাকটিক্যাল বেসড ট্রেনিং। যে ট্রেনিং এর মাধ্যমে হতে পারে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং/বাস্তব প্রশিক্ষণ এর বিকল্প কোনো ব্যবস্থা। আমরা অনেকে দ্বিধা-দন্ধে পরি যে কোন কোর্স/ট্রেনিং টা করলে ভালো হবে, কোন কোর্স টা করলে সহজে চাকরি পাওয়া যাবে বা কোন কোর্স টা করলে জব মার্কেট ভালো। তাদের জন্য আমাদের জন্য সু-পরামর্শ হলো, আপনারা প্রথমে সির্ধান্ত নিন যে, আপনি নিজেকে ভবিষ্যতে কি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। বেশি কোর্স করলে যে, ভালো চাকরি পাওয়া যাবে এমন কিন্তু নয়। আবার আপনি চাকরি পাবার আশায়, ২ টা কোর্স করলেন শখের বসে অথবা বন্ধু করতেছে তাই করলেন। কিন্তু এটা করা মানে আপনার সম্পূর্ণ টাকা টা পানিতে ফেলানো। এ ব্যাপারে আমাদের যে কোনো সহযোগিতা/পরামর্শ দরকার হলে, আমাদের কে  সরাসরি জানjন (01614990547)
Main Branch: 32, Topkhana Road, Chattagram Bhaban (3rd floor), Dhaka-1000
Email: asad@itbangla.net, Web: www.itbangla.net
Mobile No: +88 01614990547
KalaBagan Branch: 158, Lake Circus Road(2nd floor), Kalabagan, Dhaka-1205
Mobile No: +88 01614990547
Email: asad@itbangla.net, info@itbangla.net
Web: www.itbangla.net
 Apply IT Scholarship: http://itbanglaltd.blogspot.com/p/blog-page_24.html